মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জমে উঠেছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

জমে উঠেছে গঙ্গা-যমুনা নাট্যোৎসব

শিল্পকলা একাডেমির পাঁচ মঞ্চ ও মহিলা সমিতির মঞ্চসহ একযোগে ছয় মঞ্চে চলছে ১০ দিনের গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯। সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়নের আগে বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উৎসব প্রাঙ্গণে পরিবেশিত হচ্ছে নাচ, গান, আবৃত্তি ও পথনাটকসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম। এর মধ্যে উৎসবের নাটকগুলো একযোগে মঞ্চায়ন হচ্ছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম  মিলনায়তনে। আর বিভিন্ন সাংস্কৃতিক দলের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণ ও সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। গতকাল ছিল ১০ দিনের এই উৎসবের চতুর্থ দিন। এ দিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজিত নাটক ‘আমরা তিনজন’। একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় সুবচন নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘মহাজনের নাও’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় বাতিঘরের নাটক ‘র‌্যাডক্লিপ নাইন’। নাটক মঞ্চায়নের আগে বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চে ও সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় দেশের খ্যাতিমান শিল্পীরা। কবি হাফিজ স্মরণ : আলোচনা, গজলসন্ধ্যার মধ্য দিয়ে বিশ্বখ্যাত ইরানি কবি হাফিজ শিরাজিকে স্মরণ করেছে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র। গতকাল কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত মুহাম্মাদ রেজা নাফার। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ হাসান সেহাতের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংগীত পরিচালক ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক আজাদ রহমান। আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. কাযেম কাহদুয়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর আবদুস সবুর খান। অনুষ্ঠানে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত প্রথম ক্যালিগ্রাফি কোর্সের ফলাফল ঘোষণা করা হয়। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গজলের সুরের দ্যোতনায় বাঁশিতে সুরের লহরী তোলেন বংশীবাদক আরিফুর রহমান।

সর্বশেষ খবর