মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

ডিএসইর সূচক তিন বছরের মধ্যে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক

কোনোভাবেই শেয়ারবাজারের পতনের ধারা ঠেকানো যাচ্ছে না। পতন ঠেকাতে নেওয়া সব পদক্ষেপই যেন ব্যর্থ। গতকাল অব্যাহত দরপতনের রেকর্ড গড়েছে  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে প্রায় ৩ বছরের মধ্যে সর্বনি¤ন্ডেœ অবস্থান করছে। টানা দরপতনের প্রতিবাদে দিশেহারা বিনিয়োগকারীরা আজ ঢাকার মতিঝিলে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১১ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ২ বছর ১০ মাস ২৪ দিন বা ৭০৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর ডিএসইএক্স সূচক এর নিচে অবস্থান করেছিল। বাজারের টানা পতনে আতঙ্কিত হয়ে সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন ছোট বড় বিনিয়োগকারীরা। আতঙ্ক ছড়িয়েছে ব্যাপকভাবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক টাকার মান দুর্বল করে ডলার শক্তিশালী করেছে। বাজারে গুজব উঠেছে, ডলারের দর ৯০ টাকা পর্যন্ত যাবে। টাকার বিপরীতে ডলার শক্তিশালী হলে বিদেশি বিনিয়োগকারীদের ক্ষতি হয়। এতে চরম আকারে রূপ নিয়েছে দরপতন। দরপতনের প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে গতকাল ২৯৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ২৯৮ কোটি ২০ লাখ টাকার। ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৮০টির দর বেড়েছে। কমেছে ২৩১টির এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের। কোম্পানিটির ১৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার ১১ কোটি ৫৯ লাখ টাকার এবং ১০  কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে থাকে ওয়াটা কেমিক্যাল। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে : বাংলাদেশ শিপিং করপোরেশন, সামিট পাওয়ার, সাবমেরিন ক্যাবল, জেএমআই, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স ও এটলাস বাংলাদেশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৩ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০৭ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর  বেড়েছে ৫৫টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত থাকে ২৮টির দর। লেনদেন হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকার শেয়ার।

সর্বশেষ খবর