বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। অবশ্য গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরু থেকেই মূল্যসূচক ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে সূচক বেড়েছে ১১০ পয়েন্ট।  শেয়ারবাজারে এমন উত্থান খুব কম দেখা যায়। তবে এমন উত্থানের মধ্যেও বাজারের স্বাভাবিক অবস্থায় ফেরানোর দাবিতে ডিএসইর সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা।

সরকার নিয়ন্ত্রিত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বিনিয়োগের ঘোষণায় গতকাল দেশের শেয়ারবাজারে উত্থান হবে এমনটি আগেই ধারণা করা হয়েছিল। টানা পতনে টালমাটাল শেয়ারবাজারে ১৪ অক্টোবর আইসিবি বিনিয়োগের ঘোষণা দেয়। আর আইসিবির এই ঘোষণার পরই শেয়ারবাজারে সূচকের ব্যাপক উত্থান হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২২ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১০ ও ১ হাজার ৭০৪ পয়েন্টে। এদিকে আগামীকাল আবার বিক্ষোভের ডাক দিয়েছেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী। তিনি বলেন, ‘যতদিন বাজার ঊর্ধ্বমুখী করতে স্থায়ী সমাধান না করা হবে আমরা তত দিন আন্দোলন চালিয়ে যাব। এভাবে একদিন বাজার উঠবে আবার নেমে যাবে, এ রকম নিয়ন্ত্রিত বাজার চাই না।’

সর্বশেষ খবর