বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তিন ভাইকে ছুরিকাঘাত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানের বালুর মাঠ এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ হোসেন ওরফে সাগর (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্র খুন হয়েছে। একই ঘটনায় নিহতের দুই ভাই শামীম হোসেন ও রিজন হোসেন আহত হয়েছেন। শামীম টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং রিজন উত্তরার বাংলাদেশ মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, রিজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, নিহতের চাচাতো ভাই ঘাতক আসাদুজ্জামান স্বপন ঘটনার পর গা ঢাকা দিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। স্বজনদের অভিযোগ, ঘটনার পরপর স্বপনকে উত্তরখান থানার এসআই ইশতিয়াক আটক করে রাতেই আবার ছেড়ে দেয়। স্বপন মাদকাসক্ত ইয়াবা সেবনকারী বখাটে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। নিহতের মামা মোমেন হোসেন জানান, রিয়াদ স্থানীয় আনোয়ারা মডেল ট্রাস্ট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। তার মেজো ভাই রিজন চালাবন এলাকার মাইলস্টোন কলেজের ২য় বর্ষের ছাত্র। আর শামীম তাদের বাবা রাজু মিয়ার সঙ্গে ব্যবসা করে। তাদের বাসা উত্তরখানের তালতলা মিয়াবাড়ি মধ্যপাড়া এলাকায়। চাচাতো ভাই স্বপনের সঙ্গে শামীমের কয়েক বন্ধুর দ্বন্দ্ব চলছিল। সেই বন্ধুদের সঙ্গেই শামীম চলাফেলা করত। গত সোমবার রাত সাড়ে ৮টায় স্বপন ও শামীমের এসব বিষয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে শামীমকে ছুরিকাঘাত করে স্বপন। রিয়াদ ও রিজন এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে রিয়াদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। গতকাল বেলা পৌনে ১২টার দিকে রিয়াদ মারা যায়। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, স্বপনের বাবার কাছে রিয়াদের বাবা ১১ লাখ টাকা পায়। জমি লিখে দেওয়ার কথা থাকলেও তারা দিচ্ছিল না। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে। তিন ভাই ও এক বোনের মধ্যে রিয়াদ ছোট। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর স্বপন গা ঢাকা দিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। এদিকে, গত সোমবার রাত পৌনে ১১টায় পল্লবীর কালশী মোড়ে তুর পরিবহনের ধাক্কায় মশিউর রহমান (৪০) নামে আকিক পরিবহনের সুপারভাইজার আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গতকাল ভোরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সর্বশেষ খবর