বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইসলামপুরে ৮০ টন বন্ডেড চোরাই ফেব্রিকস আটক

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ইসলামপুরে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা পাঁচ কোটি টাকা মূল্যের ৮০ টন চোরাই ফেব্রিকস জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। পরশু বিকাল থেকে গতকাল ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর ইসলামপুর এলাকায় দুই দফা অভিযান চালিয়ে মোট ১৮৪ টন চোরাই বন্ডেড  ফেব্রিকস আটক করা হয়। সূত্র জানায়, দীর্ঘদিন  থেকে ইসলামপুর এলাকায় বন্ডেড অবৈধ  ফেব্রিকসের চোরাই বাজার গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো.  মোশাররফ হোসেন ভূঁইয়ার নির্দেশনা এবং কমিশনার এস এম হুমায়ূন কবীরের উদ্যোগে সম্প্রতি একটি বিশেষ অভিযানের পরিকল্পনা করা হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে ৫ জন উপ-কমিশনার ও সহকারী কমিশনারের নেতৃত্বে প্রায় ১০০ জন কাস্টমস বন্ড কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। গতকাল শেষ হওয়া তৃতীয় দফা অভিযানে ইসলামপুর এলাকার গুলশান আরা মার্কেটের ৫ম তলায় অবস্থিত ৫টি গোপন গুদামে বিপুল পরিমান বন্ডেড চোরাই ফেব্রিকস মজুদ পাওয়া যায়। এ সময়  চোরাকারবারি-সন্ত্রাসীরা সংগঠিত হয়ে মার্কেটের বাইরের রাস্তা ব্লক করে দেয়। মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্লোগান দিয়ে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

কাস্টমস থেকে জানানো হয়েছে, অভিযান শেষে প্রায় ৮০ টন উন্নতমানের ডেনিম, শার্টিং, স্যুটিং, জর্জেট ফেব্রিকস জব্দ করে কাস্টমস গুদামে জমা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সংশ্লিষ্ট আমদানিকারক-গার্মেন্ট বন্ড প্রতিষ্ঠানসমূহ এবং সিন্ডিকেট সদস্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর