বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লালন স্মরণোৎসব শুরু

কুষ্টিয়া প্রতিনিধি

লালন স্মরণোৎসব শুরু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়াস্থ লালন আখড়াবাড়িতে ১২৯তম তিরোধান দিবসকে ঘিরে তিন দিনব্যাপী উৎসব অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ স্মরণোৎসবের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।

লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগার আলী, কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান। বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস স্মরণে দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। তিল ধারণের ঠায় নেই কোথাও। উৎসুক দর্শক আর গ্রামীণ মেলার উৎসবের মধ্য দিয়ে গোটা এলাকা এখন জনসমুদ্রে রূপ নিয়েছে। ‘বাড়ির কাছে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে’ বাউল সম্রাট ফকির লালন শাহর এই কথাকে প্রতিপাদ্য করে সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে শুক্রবার পর্যন্ত। অনুষ্ঠান সূচিতে রয়েছে লালন মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাধুসঙ্গ ও গ্রামীণ মেলা। উৎসবের সূচনায় আলোচনা সভা ছাড়াও প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে লালন সংগীতের আসর। প্রথম দিনেই দেখা গেছে, অগণিত শিল্পীরা গান গাইছেন, সাধুরা বসে ধ্যান-জপতপ করছেন। গুরুর বাণীকে ধারণ করে প্রতিবছরের মতো এবারেও বাউল-সাধুদের এই তীর্থধামে জড়ো হয়েছেন ভক্ত-অনুসারীরা। সারা দেশের দুর-দুরান্ত থেকে আত্মার টানে এখানে আসা তাদের। প্রাণের টানে মেহেরপুর থেকে ছুটে এসেছেন ফিরোজ শাহ ফকিরও। লালন মাজারের চত্বরে ভক্তদের সঙ্গে আসন নিয়েছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর