বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

এনএসআইর সাবেক ডিজি ওয়াহিদুলের বিচার শুরুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের (৬৯) বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৪ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। গতকাল বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন জেয়াদ আল মালুম, সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে ওয়াহিদুল হকের পক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার ও মিজানুর রহমান। পরে রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের বলেন, এ মামলায় অভিযোগ গঠিত হয়েছে। ২৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে দিয়েছে আদালত। আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ৬০০ জনকে হত্যার ঘটনায় একটি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। যেটি গণহত্যার অভিযোগ হিসেবে বিচার হবে। গত বছরের ৩০ অক্টোবর আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রসিকিউশন বরাবর প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশন পক্ষ তার বিরুদ্ধে তিনটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। গত বছরের ২৪ এপ্রিল সকালে আসামি ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পর ওই দিনই রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

সর্বশেষ খবর