শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

রোগীসহ পরিবারের তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোগীসহ পরিবারের তিনজনের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে শ্বশুর, পুত্রবধূসহ তিনজনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুরে আনোয়ারা থানাধীন চৌমুহনীর চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মো. মফিজ (৭০), তার পুত্রবধূ জয়নাব বেগম (২৫) ও বুলবুল আক্তার। আহতরা হলেন, নেজামউদ্দিন, সাইফউদ্দিন, গাড়ির হেলপার চকরিয়ার মোহাম্মদ মুন্না। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘চমেক হাসপাতাল থেকে একজন বৃদ্ধ রোগীর চিকিৎসা শেষে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে চাতরী বাজারের উত্তরে আসার পর আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক নারীসহ দুজনের মরদেহ পাওয়া যায়। দুজনের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কারও হাত, কারও পা ভেঙে গেছে।’

সর্বশেষ খবর