শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় হোম ডিজাইন মেলা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় হোম ডিজাইন মেলা

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) হোম ডিজাইনের নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং ও ইনটেরিয়র-এক্সটেরিয়র প্রদর্শনী চলছে। বিশ্বমানের চমৎকার সব ডিজাইনের বিভিন্ন গৃহসামগ্রী বিশেষ করে ইনটেরিয়র পণ্য নিয়ে অংশ নিয়েছে বিশ্বের নামকরা প্রতিষ্ঠান। সেমস্ গ্লোবাল আয়োজিত তিন দিনব্যাপী বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ইএমডি রেজওয়ান ফেরদৌস খান, সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মিস মেহেরুন এন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেছে দর্শনার্থীর ভিড়। হাজার হাজার দর্শনার্থীর পদচারণে মুখরিত আইসিসিবির তিনটি সুবিশাল হল। এবারের মেলায় মূলত চারটি ভিন্ন শিল্পের পণ্য প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপোর হলে নির্মাণশিল্পের চমৎকার ডিজাইনের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়েছে। স্থাপত্য, নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিং, নির্মাণ যন্ত্রপাতি ও কংক্রিট মেশিনারিজ তুলে ধরা হচ্ছে। বাড়ি তৈরির জন্য বিশ্বের ছোট পরিসরে বিভিন্ন পণ্যের সঙ্গে বৃহৎ শিল্পে ব্যবহার করা যায় এমন কংক্রিট মেশিনারিজ প্রদর্শন করা হচ্ছে। রয়েছে অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, প্যানেল, সোলার এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট পণ্য ও প্রযুক্তি। লোডশেডিং থেকে মুক্ত হতে সোলার প্যানেল নিয়ে মেলায় একাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার আরেক আকর্ষণ কাঠ ও কাঠসংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য।

আসবাবপত্র বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব সুন্দর ডিজাইনের পণ্য। এ শিল্পের আরেকটি অংশ ইনটেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। গৃহসজ্জা-সংশ্লিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও অন্যান্য এক্সেসরিজ তুলে ধরা হয়েছে। বাংলাদেশের বাজারে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে ফায়ারপ্রুফ ইউপিভিসি দরজা-জানালা প্রদর্শন করা হচ্ছে। বাসাবাড়িতে বিশুদ্ধ পানি পিউরিফায়ার এনেছে হানজা ওয়াটার। চার ধরনের এই পিউরিফায়ারের দাম পড়ছে ১৬ থেকে ২৫ হাজার টাকা। প্রদর্শনী উপলক্ষে তিন মাসের সুদবিহীন কিস্তিতে ১০ শতাংশ ছাড়ে গ্রাহকদের দেওয়া হবে বলে জানালেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার ফরহাদ আলম। চীনের প্রতিষ্ঠিত কোম্পানির উৎপাদিত আধুনিক কংক্রিট মিক্সচার মেশিন নিয়ে এসেছে অলমিক্স। ভারী যন্ত্রপাতির মেশিন প্রদর্শনী থেকেই কেনা যায়। বাংলাদেশ, ভারত, চীন, সুইডেন, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইউএই, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিসর, শ্রীলঙ্কা, ফিনল্যান্ড, তুরস্কসহ বিভিন্ন দেশের ২৬৭টি কোম্পানি ও ৩০০-এর অধিক স্টল প্রদর্শনীতে অংশ নিয়েছে এবং অবকাঠামো উন্নয়ন-সংশ্লিষ্ট সর্বাধুনিক ও উদ্ভাবনী কনসেপ্ট, সরঞ্জমাদি, প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শন করবে। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলা শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটানো ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির এক মিলনমেলা। গৃহনির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র বিক্রি ও তৈরির জন্যও বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবাব ব্যবসার উদ্যোক্তারাও এসেছেন মেলায়। তিন দিনব্যাপী প্রদর্শনী সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

সর্বশেষ খবর