শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঘনবসতিপূর্ণ এলাকা থেকে মোবাইল টাওয়ার অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঘনবসতিপূর্ণ এলাকাসহ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও জনসমাগম আছে এমন স্পর্শকাতর সব স্থান থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত রায় প্রদানকারী বেঞ্চের স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়। এর আগে  মোবাইল টাওয়ারের রেডিয়েশনে স্বাস্থ্যঝুঁকি সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল হাই কোর্ট ১১ নির্দেশনাসহ রায় প্রদান করে। তাতে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দেয় এবং বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। প্রসঙ্গত, সেলফোন টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাই কোর্টে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রিটের পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত তেজস্ক্রিয়তার মাত্রা এবং এর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব খতিয়ে দেখতে নির্দেশ দেয় হাই কোর্ট। ২০১৭ সালের ২২ মার্চ হাই কোর্টে দাখিল করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশনের মাত্রা উচ্চ পর্যায়ে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

সর্বশেষ খবর