শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
শেষ নেই সামাজিক অপরাধের

উত্তরখানে স্কুল ছাত্র হত্যায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হোসেন ওরফে সাগর হত্যার ঘটনায় তার চাচার পরিবারের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন নিহতের চাচা জজ মিয়া, চাচি সাবিনা আকতার, চাচাতো ভাই আসাদুজ্জামান স্বপন ও চাচাতো বোন তানজিয়া আকতার শিখা। এ নিয়ে এ হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ বলছে, গতকাল সীমান্ত এলাকা দিয়ে পালানোর প্রস্তুতির সময় সিলেটের জৈন্তাপুরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে স্বপনই রিয়াদকে ছুরিকাঘাতে হত্যা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে স্বপন। আজ তাদের চারজনকে আদালতে পাঠানো হবে। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রিয়াদ হত্যার ঘটনায় তার বাবা রাজু মিয়া বাদী হয়ে আট স্বজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার দিনই রিয়াদের খালা হাসনা আকতারকে গ্রেফতার করা হয়। তিনি তিন দিনের রিমান্ডে রয়েছেন। গতকাল চারজনকে গ্রেফতারের মাধ্যমে এ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো। পারিবারিক কলহের জেরেই রিয়াদকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এজাহারভুক্ত অন্য তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। প্রসঙ্গত, ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উত্তরখানের মধ্যপাড়া তালতলা মিয়াবাড়িতে নিজেদের বাসার সামনে ছুরিকাঘাতের শিকার হয় রিয়াদ (১৪), তার ভাই শামীম হোসেন (২৭) ও রিজন হোসেন (১৮)। আহত রিয়াদকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যায়। স্বজনরা জানান, স্বপনের বাবার কাছে রিয়াদের বাবা ১১ লাখ টাকা পান। জমি লিখে দেওয়ার কথা থাকলেও তারা দিচ্ছিলেন না। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে রিয়াদকে ছুরিকাঘাতে হত্যা করে চাচাতো ভাই স্বপন। রিয়াদ স্থানীয় আনোয়ারা মডেল ট্রাস্ট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। রিজন চালাবন্দ মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শামীম তাদের বাবা রাজু মিয়ার সঙ্গে ব্যবসা করেন।

সর্বশেষ খবর