শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে মানব পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফকিরাপুলে অভিযান চালিয়ে ৫৮টি পাসপোর্টসহ মানব পাচারকারী চক্রের তিন নারীসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গত ১৬ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ সিপিসি-২ এর একটি দল ফকিরাপুল ১১৭/২-৩ ডিআইটি এক্সটেনশন রোডের ‘আকাশ ভ্রমণ’ এজেন্সিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র‌্যাব বলেছে, গ্রামের সহজ-সরল মানুষের পাসপোর্ট তৈরির নামে অতিরিক্ত টাকা আদায় এবং পরবর্তীতে বিদেশে পাঠানোর নাম করে তাদের পাসপোর্ট আটকে এই চক্রের সদস্যরা প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃতরা হলেন- রেজাউল করিম বিশ্বাস (৪৬), নুরজাহান (৪৫), সালেহা বেগম (৪০) ও সাহেরা বেগম (৫০)। এ সময় তাদের কাছ থেকে ৫৮টি পাসপোর্ট, ৪টি মোবাইল, নগদ ৩৫ হাজার টাকা এবং জন্ম নিবন্ধনের সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল গতকাল বলেন, এই চক্রের কবলে পড়ে গ্রামের অনেক সহজ-সরল মানুষ নিঃস্ব হয়ে গেছে। বিদেশে পাঠানোর নামে ওইসব মানুষের পাসপোর্ট আটকে রেখে এরা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর