শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ছাত্র রাজনীতি চালু রাখার পক্ষে ভিপি নূর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, মাথাব্যথা হলে মাথা কেটে  ফেলা কোনো সমাধান নয়। ছাত্র রাজনীতি নিয়ে আজ প্রশ্ন উঠেছে। তবে এটা সামগ্রিক ছাত্র রাজনীতি না। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ক্যাম্পাসে যে দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সংঘর্ষ, এ কারণে ক্ষমতাসীন দলের ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুকে লাইভে দেওয়া সাক্ষাৎকারে ভিপি নূর এসব কথা বলেন। ভিপি নূর আরও বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে তারা ক্ষমতা পেয়ে মনস্টার (দানব) হয়ে  গেছে। সুতরাং তাদের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে, সামগ্রিকভাবে ছাত্র নিয়ে রাজনীতি নয়। আর ছাত্র রাজনীতি এদেশে কখনো খারাপ কিছু বয়ে আনেনি। বরং যারা দলীয় লেজুড়বৃত্তিক দাসত্বের রাজনীতি করেছে, ক্ষমতাসীন দল বা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে তারাই ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। তাদের সন্ত্রাসনির্ভর ছাত্র রাজনীতি, অপরাজনীতি, দলীয় দাসত্ব বা দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ হওয়া উচিত। বুয়েটের শিক্ষার্থীরাও বলেছে, সামগ্রিক ছাত্র রাজনীতি নয়, তারা সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়। বুয়েটে ছাত্রলীগই সক্রিয়ভাবে রাজনীতি করত। সুতরাং তাদের রাজনীতি নিষিদ্ধ চেয়েছে, সামগ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক তা চায়নি। তারপরও বুয়েটের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলব, প্রশাসন চাপের কারণে ছাত্র রাজনীতি হয়তো বন্ধ করেছে কিন্তু এটা কোনো সুদূরপ্রসারী কার্যকর সমাধান নয়।

সর্বশেষ খবর