শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
স্বাস্থ্য পরামর্শ

পাথরকুচি পাতার যত গুণ

প্রতিদিন ডেস্ক

আশ্চর্য এক গাছের নাম পাথরকুচি। যার গুণাবলি শুনলে আশ্চর্য হতে হয়। পাথরকুচি পাতা যে কতভাবে শরীরের উপকার করে, তার ইয়ত্তা নেই। পাথরকুচি পাতা কিডনি এবং গলব্লাডারের পাথর অপসারণে সাহায্য করে। দিনে দুবার ২-৩টি পাতা চিবিয়ে অথবা রস করে খান। লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর রস খুব উপকারী। অনেক দিন ধরে যারা সর্দির সমস্যায় ভুগছেন তাদের জন্য পাথরকুচি পাতা অমৃতস্বরূপ। পাথরকুচি পাতার রস একটু গরম করে খেলে সর্দির হাত থেকে রক্ষা পাওয়া যায়। পাথরকুচি পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করলে ক্ষত তাড়াতাড়ি সেরে যায়। পাথরকুচি পাতা বেটেও কাটা স্থানে লাগাতে পারেন। এ ছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মুত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়। শরীরের জ্বালা-পোড়া বা আর্থ্রাইটিস থেকে রক্ষা করে। পাথরকুচি পাতা বেটে কয়েক ফোঁটা রস কানের ভিতর দিলে কানের যন্ত্রণা কমে যায়। কলেরা, ডাইরিয়া বা রক্ত আমাশয় রোগ সারাতে পাথরকুচি পাতার জুড়ি নেই। পাথরকুচি পাতার রসের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর