রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আরেকজনকে দিয়ে পরীক্ষা

এমপি বুবলীর ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র বাতিল

নরসিংদী প্রতিনিধি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়া নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর সবগুলো উত্তরপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ এ তথ্য দিয়ে জানান, বুবলীকে ‘বহিষ্কার’ করা হয়েছে। একই সঙ্গে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করেছে। অভিযোগ উঠেছে, বুবলী বিএ পরীক্ষার্থী। এ পর্যন্ত ১৩টি সেমিস্টারের পরীক্ষা হয়। এর কোনোটিতেই তিনি সশরীরে উপস্থিত হননি। তার প্রক্সি দিয়েছেন অন্য শিক্ষার্থীরা। শুক্রবার ছিল বিএ পরীক্ষার শেষ দিন। এদিন তার হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন ‘এশা’ নামের এক শিক্ষার্থী। এশা নিজেকে ‘বুবলী’ বলে পরিচয় দিলে তাকে চ্যালেঞ্জ করা হয়। তখন তিনি বুবলীর ছবি সংবলিত প্রবেশপত্র দেখাতে ব্যর্থ হন। তিনি বলেন, প্রবেশপত্র হারিয়ে যাওয়ায় তিনি জিডি করেছেন। ধরা পড়লেও এশাকে পুলিশ দেওয়া যায়নি। পরীক্ষা হলের ইনচার্জ প্রফেসর শফিকুল ইসলাম বলেন, ওই সময় হলে পুলিশ ছিল মাত্র একজন। জেরার জবাব দিতে দিতে এশা দৌড়ে পালিয়ে যান। তিনি পালিয়ে যাওয়ার পর অনেক পুলিশ সদস্য এসে হাজির হন। এসব বিষয়ে কথা বলতে চাইলে এমপি বুবলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠজন জানান, ম্যাডাম এখন ঢাকায় এমপি হোস্টেলে রয়েছেন।

সর্বশেষ খবর