Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২০ অক্টোবর, ২০১৯ ২৩:৪৬

অষ্টম কলাম

এমপি বুবলীর পরীক্ষা নিয়ে এখনো যত কথা

নরসিংদী প্রতিনিধি

এমপি বুবলীর পরীক্ষা নিয়ে এখনো যত কথা

নরসিংদী-গাজীপুরের মহিলা এমপি তামান্না নুসরাত বুবলীর পরীক্ষা জালিয়াতির ঘটনা ‘টক অব দি কান্ট্রি’তে পরিণত হয়েছে। নরসিংদীর শিক্ষাঙ্গনসহ সর্বত্রই এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে ব্যাপক লেখালেখি। প্রায় সবাই মন্তব্য করে বলছেন, এমপি বুবলীর এই পরীক্ষা জালিয়াতির সঙ্গে আরও অনেকে জড়িত। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। অনেকের অভিযোগ, পরীক্ষায় জালিয়াতির ঘটনায় এমপি বুবলীকে বহিষ্কারসহ তার সব পরীক্ষা বাতিল করা হলেও জালিয়াতির সঙ্গে জড়িত কারও বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। গ্রেফতার করা হচ্ছে না জালিয়াতির ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বুবলীর ৮টি পরীক্ষায় প্রক্সি দানকারী ৮ ছাত্রী, এমপির কথিত এপিএস ফারুক, চিনিশপুর ইউনিয়ন পরিষদের সচিব আতিকুল ইসলামকে। এ ছাড়া বুবলী স্থানীয় এমপি হিসেবে সবার সঙ্গেই পরিচিত।

বুবলিকে বহিষ্কার, রেজিস্ট্রেশন বাতিল : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে নরসিংদীতে সংরক্ষিত মহিলা আসনের এমপি ও নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সার্বিক ঘটনা তদন্তে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। গতকাল সকালে বাউবি’র ভিসি অধ্যাপক ড. এম এ মান্নান এক জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেন। সভায় বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের ডিন, পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকরা অংশ নেন।


আপনার মন্তব্য