মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সেরা সময় পার করছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

জামালপুরের পাঁচটি আসনেই আওয়ামী লীগের এমপি। একজন ছাড়া বাকি সবাই একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম জামালপুর-৩ আসন থেকে টানা ছয়বার নির্বাচিত হয়েছেন। আর জামালপুর-৫ আসনে প্রথমবার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুজাফ্ফর হোসেন। সাংগঠনিকভাবেও জামালপুরে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে আওয়ামী যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজমের দিকনির্দেশনায় জামালপুর জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। তার বলিষ্ঠ নেতৃত্ব এবং দিকনির্দেশনায় জেলা-উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলে বড় ধরনের কোনো কোন্দল নেই। দলে ছোটখাটো মনোমালিন্য থাকলেও তা সহজেই নিরসন করে দিচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতারা। গত সরকারের মেয়াদে মির্জা আজম বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ জামালপুরে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কারিগরি কলেজ, ইকোনমিক জোন, সাংস্কৃতিক পল্লী, নকশী পল্লী, অত্যাধুনিক স্টেডিয়াম, ফ্লাইওভারসহ প্রায় ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে আসেন। এসব অনুমোদিত প্রকল্পের বেশ কয়েকটি কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে, আর বাকিগুলো চলমান রয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়ে গেলে দেশের উন্নত জেলাগুলোর একটি হবে জামালপুর। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, জামালপুর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত। এ কারণে দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরকে তার নিজের জেলা হিসেবে ঘোষণা দিয়েছেন। তার বদান্যতায় জামালপুরে ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

সর্বশেষ খবর