মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
পরীবাগের মার্কেটে অভিযান

চিতাবাঘসহ বিভিন্ন প্রাণীর চামড়া জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পরীবাগ সুপার মার্কেটে অভিযান চালিয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চিতাবাঘের চামড়াসহ বিপুল পরিমাণ প্রাণীর চামড়া-ট্রফি জব্দ করেছে। এ সময় দুজনকে এক বছর করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন শোরুমের মালিক মমিনুল ও হুমায়ুন কবির।

গতকাল বিকালে ওই মার্কেটের ক্র্যাফট কর্নারসহ কয়েকটি শোরুমে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ এই আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে চিতাবাঘ, বনবিড়াল, সাপসহ ১০ প্রজাতির প্রাণীর শতাধিক চামড়া ও হরিণের শিং জব্দ করা হয়। জব্দ করা হয় বন্যপ্রাণীর শরীরের অংশ দিয়ে তৈরি ব্যাগ ও বিপুল পরিমাণ আসবাবপত্রও। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্র জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন পরীবাগ সুপার মার্কেটে বন্যপ্রাণীর চামড়া দিয়ে বিভিন্ন ট্রফি ও সরঞ্জাম বানিয়ে বিক্রি করা হচ্ছে। এরপর সেখানে অভিযান চালিয়ে চিতাবাঘের ৭টি, লজ্জাবতী বানরের ২টি ও গুইসাপের ২২৭টি চামড়া জব্দ করা হয়।

সর্বশেষ খবর