মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

লাল ব্যাগে মিলল খন্ডিত লাশ

ময়মনসিংহ প্রতিনিধি

রবিবার সন্ধ্যা ৭টা। পুলিশ খবর পায় নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ের বাস টার্মিনাল এলাকায় একটি লাল ট্রলি ব্যাগ পড়ে আছে। পরে বোমা সন্দেহে রাত ৮টার দিকে ব্যাগটির চারপাশ ঘিরে রাখে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল সকাল ৮টার দিকে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। ব্যাগ খুললে বের হয় অজ্ঞাত যুবকের মাথা ও হাত-পা বিহীন খন্ডিত লাশ। পুলিশ সুপার শাহ আবিদ হাসান জানান, ‘কাজটা যেই করেছে খুব ঠান্ডা মাথায় করেছে। তবে যেই করুক না কেন অপরাধের কিছু আলামত রেখে যায়। লাগেজে ফিঙ্গার প্রিন্ট থাকে।’ পদ্ধতিগত যেসব বিষয় আছে, তা অনুসরণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রবিবার রাতেই ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র‌্যাবের সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিন, পুলিশ সুপার শাহ আবিদ হাসানসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, পাটগুদাম ব্রিজের কাছে সড়কের পাশে সারা দিন লাল রঙের একটি ট্রলি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য থানা পুলিশকে অবহিত করলে বোমা সন্দেহে রাত আটটা থেকে লাগেজটি ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব সদস্যরা। খবর দেওয়া হয় বোমা বিশেষজ্ঞ দলকে। এরপর গতকাল সকালে ঢাকা থেকে বিশেষজ্ঞ সদস্যরা এসে ৯টার দিকে ব্যাগের চেইন খুলে। এ সময় বের হয়ে আসে পলিথিনে মোড়ানো মাথা ও হাত-পা বিহীন দ্বিন্ডিত এক যুবকের খন্ডিত লাশ। পুলিশ বলেছে, অজ্ঞাত যুবকের বয়স হবে আনুমানিক ২৫-৩০ বছর। ধারণা করা হচ্ছে, ঠান্ডা মাথায় হত্যার পর খি ত করে লাশটি লাগেজের ভিতর রেখে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের আগ পর্যন্ত বোমা আতঙ্কে গোটা নগরীতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাগটির চারদিকে বালু দিয়ে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে অবস্থানের নির্দেশ দেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর সন্দেহ, আতঙ্ক আর গুজবের মধ্যদিয়েই অতিবাহিত হয়। অবশেষে প্রায় ১৪ ঘণ্টা পর ব্যাগটি খুলে উদ্ধার করা হয় খন্ডিত লাশ।

সর্বশেষ খবর