বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অনুপ্রবেশকারীদের বের করা হবে

-ডা. মকবুল হোসেন

অনুপ্রবেশকারীদের বের করা হবে

বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন বলেছেন, বগুড়ায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ শক্তিশালী আগের চেয়ে বেশি। দলে বিভেদ নেই। অনুপ্রবেশকারী দলে নেই। প্রমাণ পাওয়া গেলে দল থেকে বের করে দেওয়া হবে। আওয়ামী লীগ একদিনে হওয়া যায় না। বঙ্গবন্ধু ও তার আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ কর্মী হতে হবে। সুদিনে না দুর্দিনেও আওয়ামী লীগেরই কর্মী হয়ে থাকতে হবে। তিনি বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে বগুড়ার রাজনৈতিক পরিবেশ শন্তিপূর্ণ রয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা একত্রে কাজ করে যাচ্ছেন। দলের নেতা-কর্মীদের বলা হয়েছে, উন্নয়নমূলক কর্মকান্ডে  নিজেকে শামিল করতে। ৮৫ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, সারা দেশের ন্যায় বগুড়াতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ সুষম উন্নয়নে বিশ্বাসী বলেই বগুড়া উন্নয়ন থেকে পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত কাজের বাস্তবায়ন চলছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ শয্যা থেকে ১২০০ শয্যায় উন্নীতকরণ, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল এবং কলেজের অবকাঠামো নির্মাণ, আইসিইউ বিভাগ সম্প্রসারণ এবং মেডিকেল কলেজে ১২টি নতুন বিভাগ হয়েছে। জিয়াউর রহমান হাসপাতাল থেকে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে। সিরাজগঞ্জ থেকে বগুড়া হয়ে কুড়িগ্রাম পর্যন্ত রেল সংযোগ জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটিতে (একনেকে) পাস হয়েছে। বগুড়া জজ কোর্টে ১০তলা বিশিষ্ট সুবিশাল অবকাঠামো নির্মিত হয়েছে যা ১৮তলা করার প্রস্তাবনা সরকারের বিবেচনায় রয়েছে। প্রতিটি উপজেলায় ১৭ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণাসহ পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের লক্ষ্যে রানওয়ে সম্প্রসারণের কাজে হাত দেওয়া হয়েছে। তা ছাড়া ঢাকা-রংপুর মহাসড়কে ফোর লেনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

সর্বশেষ খবর