বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিএনপির তৃণমূল থেকে নেতৃত্ব গঠন শুরু

-জি এম সিরাজ

বিএনপির তৃণমূল থেকে নেতৃত্ব গঠন শুরু

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য জি এম সিরাজ বলেছেন, জেলা বিএনপি আগের চেয়ে বেশি শক্তিশালী। বিগত দিনে যারা  অভিমান করে দলের কর্মসূচি থেকে দূরে ছিলেন, তারা অভিমান ভেঙে কাজ করছেন। দলের শক্তি বেড়েছে। তিনি বলেন, বগুড়ায় তৃণমূল থেকে নেতৃত্ব গঠনের কাজ শুরু হয়েছে। এই নেতৃত্বে থাকবে যুবকরা। যারা উন্নয়নের গল্প শোনায়, যারা ভিনদেশের প্রতি প্রীতি  দেখায় তাদের বিরুদ্ধে যারা তারাই এ যুব সম্প্রদায়। তিনি আরও বলেন, বগুড়া জেলা বিএনপিতে গত ১০ বছর কোনো গণতন্ত্র ছিল না। দলে স্বৈরতন্ত্র ছিল। কিন্তু এবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই প্রক্রিয়া শুরু করেছেন। তিনি তৃণমূল ও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। দেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে জি এম সিরাজ বলেন, দেশে সুশাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নেই। দেশের নির্বাহী বিভাগ, বিচারবিভাগ, কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। জুয়া, ক্যাসিনো সন্ত্রাস, দুর্নীতি বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতিতে অপরাজনীতি ঢুকে পড়েছে। অযোগ্য, দলবাজদের ভিসি নিয়োগ দেওয়ার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে এমপি সিরাজ বলেন, ২০০৬ সালের পর দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি। এমনকি বিএনপি আমলে গৃহীত উন্নয়ন প্রকল্পেরও অগ্রগতি হয়নি। তারেক রহমান বিএনপি আমলে (২০০১-২০০৬) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও ৫০০ বেডের হাসপাতাল প্রতিষ্ঠা, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, শহরের প্রধান প্রধান সড়ক সম্প্রসারণ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, আমি বগুড়ার উন্নয়ন করতে চাই। আমি সবার সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ খবর