Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২২ অক্টোবর, ২০১৯ ২৩:৩৮

চার এমপি নিয়েও জাপা শক্তিশালী হয়ে ওঠেনি

-শরিফুল ইসলাম জিন্নাহ

চার এমপি নিয়েও জাপা শক্তিশালী হয়ে ওঠেনি

বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম  জিন্নাহ বলেছেন, বগুড়ায় চারজন এমপি নিয়েও জাপা শক্তিশালী হয়ে ওঠেনি। এমপি হওয়ার পর থেকেই তারা নিজেদের মতো করে ভাবতে থাকেন। যে কারণে দলের অবস্থান ক্ষয়ে যায়। তিনি বলেন, জেলা জাপার সম্মেলন হবে। এবার তৃণমূলকে শক্তিশালী করে ঢেলে সাজানো হবে। আওয়ামী লীগ-বিএনপির চেয়ে জাপার অবস্থান কোনো সময়ই খারাপ ছিল না। দলের কয়েকজন নেতা-কর্মীর কারণে গ্রুপিং আছে। জিন্নাহ বলেন, দলে বিভক্তি হলে কর্মী হারানোর সঙ্গে সঙ্গে দলেরও সুনাম নষ্ট হয়। দলকে শক্তিশালী করার বিষয়ে কাজ করা হচ্ছে। নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী দলের জন্ম দেওয়া যায়। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর বিরোধী দলীয় হুইপ হওয়ার পর থেকে তিনি একক সিদ্ধান্তে দলীয় মিটিং শুরু করেন। জেলা জাতীয় পার্টিকে তিনি একা নিজের মতো করে চালাতে গিয়ে দলে ক্ষয় ধরিয়ে দিয়েছেন। নেতা-কর্মীরাও বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি বলেন, নির্বাচনী এলাকা থেকে জনবল নিয়ে গিয়ে জেলা জাপার অনুষ্ঠান করতে হয়েছে। ২০১৬ সালে জেলার জাপার সম্মেলন হয়েছে। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আমি চেষ্টা করলেও তা করা যায়নি। দলে বিভক্তি থাকায় এমনটি হচ্ছে।


আপনার মন্তব্য