Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২২ অক্টোবর, ২০১৯ ২৩:৩৯

এমপিওভুক্ত হচ্ছে ২,৬২৭ শিক্ষাপ্রতিষ্ঠান, আজ ঘোষণা

আকতারুজ্জামান

এমপিওভুক্ত হচ্ছে ২,৬২৭ শিক্ষাপ্রতিষ্ঠান, আজ ঘোষণা

দীর্ঘ নয় বছর পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (মান্থলি পে অর্ডার) হচ্ছে আজ। সবমিলে ২ হাজার ৬২৭ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে গণভবনে এসব এমপিওভুক্তির ঘোষণা দেবেন। একই সঙ্গে কোন পদ্ধতি, কোন মানদন্ডে এসব প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া  হয়েছে সেটিও জানাবেন তিনি। গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ব্যাপারে নানা তথ্য তুলে ধরেন তিনি। সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল বলে জানা গেছে।  শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় (স্কুল-কলেজ) ১ হাজার ৫৪৮টি এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগে ১ হাজার ৭৯টি প্রতিষ্ঠান রয়েছে এমপিওভুক্তির তালিকায়। কারিগরি ও মাদ্রাসা বিভাগে এমপিওর জন্য অনুমোদন পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় আছে মাদ্রাসা দাখিল স্তরে ৩৫৯, আলিমে ১২৭, ফাজিল ৪২ এবং কামিল স্তরে ২৯টিসহ মোট ৫৫৭টি মাদ্রাসা। ননএমপিওদের অনশন চলছে : স্বীকৃতপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ননএমপিও শিক্ষক কর্মচারীদের আন্দোলন থেমে নেই। গতকাল তারা দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দাবিতে তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।


আপনার মন্তব্য