বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

টেস্ট ম্যাচের ফাঁকে হাসিনা-মোদি-মমতা বৈঠকের জল্পনা

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত ক্রিকেট টেস্ট ম্যাচের ফাঁকে ‘ঐতিহাসিক’ হাসিনা-মোদি-মমতা ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসেবে আজই দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। তিনি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ২২ নভেম্বর শুরু হওয়া ম্যাচ দেখতে আসবেন। সৌরভ ওই আমন্ত্রণ পাঠিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে। ওই ম্যাচ দেখার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীর দফতর এখনো কলকাতা সফর নিশ্চিত না করলেও সরকারি সূত্রের মতে, প্রধানমন্ত্রী মোদির কলকাতায় যাওয়ার কর্মসূচি রয়েছে। তিনি ২৪ নভেম্বর সরকারি অনুষ্ঠানে কলকাতা যাবেন। কলকাতা টেস্ট ম্যাচে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধান অতিথি করা হয়েছে। ফলে ইডেনের গ্যালারির ভিভিআইপি বক্সে হাসিনা-মোদি-মমতা একই সঙ্গে থাকবেন। এটা নিছক ক্রিকেট অনুষ্ঠান হলেও এ নিয়ে সরকারি তৎপরতা চলছে নেপথ্যে। যদিও বলা হয়েছে, তিন নেতা-নেত্রী একত্রে বসলেও ‘সৌজন্য’ সাক্ষাৎকার হবে। তাই বৈঠকের কোনো আনুষ্ঠানিক এজেন্ডা নেই। বৈঠকের স্থান নির্বাচন নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা। ইডেনে নাকি কলকাতার রাজভবনে এ বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত নয়।

অক্টোবরে যখন প্রধানমন্ত্রী হাসিনা দিল্লি আসেন, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লি আসেননি। তাই দেখা হয়নি। এবার কলকাতায় দেখা হওয়া নিয়ে জল্পনা শুরু হওয়ায় ফের প্রশ্ন উঠেছে, তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো অগ্রগতি হবে কিনা। এখন পর্যন্ত দুই দেশের যৌথ নদী কমিশন তিস্তাসহ অভিন্ন নদ-নদীগুলোর বর্তমান পানি প্রবাহ নিয়ে রিপোর্ট তৈরি করতে পারেনি। আশা করা হচ্ছে, আসছে জানুয়ারিতে দিল্লিতে দুই দেশের নদী কমিশনের প্রযুক্তিগত স্তরের কমিটি বৈঠক বসবে। তাই তার আগে নদীর পানি বণ্টন নিয়ে কোনো সিদ্ধান্ত হওয়া সম্ভব নয়। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সম্প্রতি ভয়েস অব আমেরিকায় এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী দুই বছরের মধ্যে তিস্তার পানি চুক্তি স্বাক্ষর চূড়ান্ত হয়ে যাবে।

সর্বশেষ খবর