বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ছিনতাইয়ে বাধা দেওয়ায় খুন হন ডা. আলমগীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গরীর চান্দগাঁওয়ে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহ আলমগীর। ছিনতাইকারীদের বাধা দেওয়ার কারণেই তাকে নির্মমভাবে  খুন হতে হয়েছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। গতকাল চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ এসব তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কর্মস্থল সীতাকুন্ড থেকে নগরের চান্দগাঁও এলাকার বাসায় ফিরতে একটি লেগুনায় ওঠেন সৌদি আরবের মদিনা ফেরত চিকিৎসক ডা. শাহ আলমগীর। ওই লেগুনায় আগে থেকেই দুজন ছিনতাইকারী ছিলেন। চার ছিনতাইকারী মিলে ডা. শাহ আলমগীরকে যা আছে তা বের করে দিতে বললে তিনি রাজি না হওয়ায় তাকে ছরিকাঘাতে খুন করেন ছিনতাইকারীরা। এরপর মরদেহের পরিচয় যাতে শনাক্ত করা না যায় সে জন্য ডা. শাহ আলমগীরের মুখ বিকৃত করে দেয় ছিনতাইকারীরা। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মরদেহটি ফেলে পালিয়ে যায় তারা। ঘটনার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে র‌্যাব জানতে পারে লেগুনাতেই খুন হন ডা. শাহ আলমগীর। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে লেগুনাচালক ওমর ফারুককে (১৯) আটক করা হয়। ওমর ফারুককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যেই জট খোলে আলোচিত এ হত্যাকান্ডের।

সর্বশেষ খবর