শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে ডেইলি সানের নবম বর্ষপূর্তি উদ্‌যাপন

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানকে নিয়ে কেক কাটলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে ডেইলি সানের নবম বর্ষপূর্তি উদ্‌যাপন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান কেক কেটে ডেইলি সানের নবম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভসূচনা করেন -বাংলাদেশ প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইংরেজি ‘ডেইলি সান’-এর নবম বর্ষপূর্তি। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মিডিয়া কমপ্লেক্সের ডেইলি সান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রী, মেয়র, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা-কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন  শ্রেণি-পেশার শুভানুধ্যায়ী দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান।

গতকাল সকালে শুভেচ্ছা জানাতে এসে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে যে কটি ইংরেজি দৈনিক আছে, ডেইলি সান তার মধ্যে অন্যতম। বস্তুনিষ্ঠ, স্বাধীনতার সপক্ষে জনগণের কথা সবার মাঝে পৌঁছে দিয়ে পত্রিকাটি নয় বছরে বাংলাদেশে নিজের অবস্থান সুনিশ্চিত করেছে। পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবাধ তথ্যপ্রবাহের এই সুবর্ণ সময়ে ডেইলি সান তার সফলতার ধারা ধরে রেখে এগিয়ে যাবে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী করবে- এমনটাই আশা করি।’ এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ, ডেইলি সানের কনসালটিং এডিটর নাদিম কাদির, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জুয়েল মাজহার, নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহাসহ ইস্ট ওয়েস্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক-কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আহমেদ আকবর সোবহান বলেন, ‘ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিটি পত্রিকা বস্তুনিষ্ঠ ও স্বাধীনতার সপক্ষের সংবাদ দিয়ে বাংলাদেশের মানুষের মনকে আকৃষ্ট করেছে। যে কারণে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। আমি আশা করি, ১০ বছর নয়, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাজার বছর টিকে থেকে বাংলাদেশের মানুষের সেবা করবে। আমি অত্যন্ত আনন্দিত যে, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইংরেজি ডেইলি সান আজ বিশ্বনন্দিত হয়েছে। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের মিডিয়া শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ প্রতিদিন নিউইয়র্ক, কানাডা, লন্ডনের নম্বর ওয়ান বাংলা পত্রিকা।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন, আমরাও ইস্ট ওয়েস্ট মিডিয়ায় সার্বক্ষণিক চেষ্টা করব প্রধানমন্ত্রীকে সর্বাত্মক সহযোগিতা করতে। দেশের উন্নয়ন মানে আমাদের সবার উন্নয়ন। সেই উন্নয়নের সহযাত্রী হতে আমাদের চেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।’ শুভেচ্ছা জানাতে এসে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘জনগণের ক্ষমতায়নে গণমাধ্যমের দায়িত্ব অপরিসীম। ডেইলি সান সে দায়িত্ব সর্বাত্মকভাবে পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি অল্প সময়ে পাঠকের গ্রহণযোগ্যতা পেয়েছে।’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ডেইলি সান কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে অসুস্থ লোকসংগীত শিল্পী কাঙালিনী সুফিয়াকে দেখে তার চিকিৎসায় ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।

এর আগে বুধবার সন্ধ্যায় ডেইলি সানের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। ২০১০ সালের ২৪ অক্টোবর সত্য ও বস্তুনিষ্ঠ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করে ডেইলি সান।

সর্বশেষ খবর