শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রায় ইতিবাচক বার্তা দেয়

------ আয়েশা খানম

রায় ইতিবাচক বার্তা দেয়

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেছেন, নুসরাত হত্যা মামলার রায় ইতিবাচক বার্তা দেয়।

নারীর প্রতি সংবেদনশীলতার প্রমাণ এই রায়। এখান থেকে অপরাধীরা যেন শিক্ষা পায় এবং এ রকম নৃশংস ঘটনার ইতি ঘটে সেটাই আমাদের প্রত্যাশা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, ঘটনার স্বল্প সময়ে এই রায় দেওয়া হয়েছে। এটা ইতিবাচক অভিজ্ঞতা। প্রায় প্রতিদিনই উঠে আসে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার খবর। এই রায় থেকে মানুষরূপী এসব অমানুষ তবুও যদি শিক্ষা পায়। তদন্তকারী থেকে বিচারক যারা এই রায়ের সঙ্গে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানাই। এখন এই রায় যেন উচ্চ আদালতে বহাল থেকে এটাই আমাদের আশা। বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নারীর প্রতি সংবেদনশীল হলে অপরাধীরা পার পাবে না। শুধু এই মামলা নয়Ñ ধর্ষণ, নারী নির্যাতনের মামলাগুলোও দ্রুততম সময়ে শেষ করতে হবে। তাহলে দেশের মানুষের আস্থা ফিরবে। তারা ভাববে অন্যায় করলে আইন, আদালত, বিচার ব্যবস্থা আছে। এতে সমাজের বিবেক জাগ্রত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর