শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দ্রুত রায় বিচারের আস্থা বাড়ায়

------- এলিনা খান

দ্রুত রায় বিচারের আস্থা বাড়ায়

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান বলেছেন, মামলা দীর্ঘসূত্রতা বিচার ব্যবস্থার প্রতি বিতৃষ্ণা তৈরি করে। তাই অতিদ্রুত ঘোষিত এই রায় বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়ায়। দ্রুত মামলা নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নিয়মানুযায়ী ১৮০ কার্যদিবসে মামলা নিষ্পত্তি হওয়ার কথা। এটা এই আইনের প্রথম শর্ত। কিন্তু অনেকে কারণ দেখিয়ে দেরি করা হয়। আমাদের দেশে সমস্যা হলো আইনের বাস্তবায়ন না করে সময়ের পর সময় বাড়িয়ে যাচ্ছে। ধর্ষণ, যৌতুক মামলাগুলো পড়ে আছে। তদন্ত, প্রসিকিউশন, বিচারের সমন্বয় ঘটলে মামলা দ্রুত নিষ্পত্তি হয়। যা নুসরাত হত্যা মামলার ক্ষেত্রে ঘটেছে। বেশির ভাগ মামলায় তদন্তে সবচেয়ে বেশি গাফিলতি থাকে। অ্যাডভোকেট এলিনা খান বলেন, নুসরাতের মামলা ছিল জিরো টলারেন্স। কিন্তু সাধারণ মামলা হলে এটা ঝুলে যেত। নুসরাত হত্যা মামলার নিষ্পত্তি দ্রুত হওয়া খুব জরুরি ছিল। এ রকম নৃশংস ঘটনার বিচার না হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা বাড়তে পারত।

অন্য নারী নির্যাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে জোর দিতে হবে। দীর্ঘদিন পড়ে থাকা মামলাগুলোকে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সেল তৈরি করে সেখানে আনা যেতে পারে। মামলা কোন পর্যায়ে আছে, কোথায় দেরি হচ্ছে সে বিষয়ে মনিটরিং বাড়লে মামলার নিষ্পত্তি দ্রুত হবে।

সর্বশেষ খবর