শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নুসরাত প্রতিবাদের উদাহরণ

-------- সালমা আলী

নুসরাত প্রতিবাদের উদাহরণ

মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী বলেছেন, নুসরাত জীবন দিয়ে সাহসের প্রমাণ দিয়ে গেছেন।

তার সাহসী স্বীকারোক্তি প্রমাণকে জোরালো করেছে। নুসরাত প্রতিবাদের উদাহরণ। এই রায়ের মতো অন্য নারী নির্যাতনের রায়গুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, নুসরাতের সঙ্গে ঘটে যাওয়া তথ্য লুকানোর সুযোগ ছিল না। দেশের প্রতিটি মানুষের হাতে ছিল নৃশংসতার তথ্য। রাজনৈতিক সদিচ্ছা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তদন্ত সংস্থা চাইলে অতিদ্রুত তদন্ত শেষ করা সম্ভব সেটা এই মামলায় দেখা গেছে। প্রতিটি ধাপেই সময়ের কার্যকর ব্যবহার হওয়ায় দ্রুত রায় পাওয়া গেছে। এটা শুধু একটা ঘটনা। কিন্তু বিভিন্ন পক্ষ সময় বাড়িয়ে মামলায় দীর্ঘসূত্রতা তৈরি করে। তাই দীর্ঘদিন পরে থাকা নারী সহিংসতা মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি করতে হবে। নুসরাত যে সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন এ জন্য তার নামে পদক প্রচলন করা উচিত।

সাহসী মানুষকে এই পদকে ভূষিত করা যেতে পারে। তাহলে তিনি অমর হয়ে থাকবে সাহসের প্রতীক হিসেবে।

সর্বশেষ খবর