শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এখনো থামেনি ডেঙ্গুজ্বর

২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬ জন, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

এখনো থামেনি ডেঙ্গুজ্বর

প্রকোপ কমলেও এখনো ডেঙ্গুজ্বরে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। গতকাল খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ইব্রাহিম শেখ (৭৭) নামের এক ব্যক্তি।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮৬ জন। ঢাকায় কম থাকলেও অন্য বিভাগে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৬৬১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ৫৪৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮৬৬ জন। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি রয়েছে ৩৮৬ জন এবং দেশের অন্য জায়গার হাসপাতালে ভর্তি রয়েছে ৪৮০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ জন। বাকি ১১৬ জন ভর্তি রয়েছে অন্য বিভাগের হাসপাতালগুলোতে। এ পর্যন্ত অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭০৮ জন। জুন মাস থেকে সাধারণত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এ বছরও সেই ধারাবাহিকতা ছিল। তবে এ বছর রেকর্ডসংখ্যক মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। এ বছর জানুয়ারিতে ৩৮ জন,  ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১ হাজার ৮৮৪ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।

এ পর্যন্ত ২৪৮ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। সার্বিক তথ্য পর্যালোচনা করে ১৭১ জনের মধ্যে ১০৭ জন ডেঙ্গুজ্বরে মারা গেছে বলে নিশ্চিত করা হয়েছে। গতকালও খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে ইব্রাহিম শেখ (৭৭) নামে একজন মারা গেছেন। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে। এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় মশক নিধন কার্যক্রমও ঢিলেঢালা হয়ে গেছে।

 শুধু রাজধানী নয় সারা দেশের মশক নিধন কার্যক্রমে জোর দিতে হবে। বৃষ্টি হলে মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়। তাই ডেঙ্গু নির্মূল করতে বছরব্যাপী মশক নিধন কার্যক্রমে নজর দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর