রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নদীভাঙনে বন্ধ তিন ঘাট

দৌলতদিয়ায় গাড়ির দীর্ঘ লাইন

রাজবাড়ী প্রতিনিধি

নদীভাঙনের কারণে তিনটি ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়ার তিনটি ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে। ঘাট স্বল্পতার কারণে কর্তৃপক্ষ চারটি ফেরি বসিয়ে রেখেছে। ফলে ঘাটে প্রায় তিন কিলোমিটার লম্বা সারিতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকে আছে। ৩ নম্বর ফেরিঘাট এলাকায় শুক্রবার রাতে আরও প্রায় ২০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। ফলে শনিবার বিকাল পর্যন্ত বন্ধ থাকা ৩ নম্বর ঘাটটি চালু করা সম্ভব হয়নি। ভাঙন ঠেকাতে, ঘাট চালু করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বালুভর্তি জিওব্যাগ ফেলা অব্যাহত রেখেছে। এদিকে দৌলতদিয়ার ছয়টি ঘাটের মধ্যে ভাঙনের কবলে পড়ায় তিনটি ঘাট বন্ধ রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুই দিনের বৃষ্টি ও বাতাস থাকায় ৩ নম্বর ফেরিঘাট এলাকার প্রায় ৫০ মিটার অংশ নদীতে বিলীন হলে ঘাটটি বন্ধ হয়ে যায়। ভাঙনের কবলে পড়ায় ১ ও ২ নম্বর ফেরিঘাট আগ থেকেই বন্ধ রয়েছে। এখন ৪, ৫ ও ৬ নম্বর ঘাট চালু রয়েছে। ঘাট স্বল্পতার কারণে কর্তৃপক্ষ চারটি ফেরি বসিয়ে রেখেছেন। এতে গাড়ি পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে কয়েকশ গাড়ি আটকে আছে। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দীন পাঠান বলেন, তিন দিন ধরে বৃষ্টির সঙ্গে বাতাস থাকায় পদ্মা তীরবর্তী এলাকা ভাঙছে। গত বৃহস্পতিবার সকাল থেকে ঘন বৃষ্টির সঙ্গে বাতাসে নদী উত্তাল হয়ে উঠলে নদীর পাড় ভাঙতে শুরু করে। এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে  ছোট-বড় মিলে ১৭টি ফেরির মধ্যে ১৩টি চালু রয়েছে। ভাঙনের কবলে পড়ে তিনটি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় ঘাট স্বল্পতা দেখা দিয়েছে। ঘাট স্বল্পতায় গাড়ি পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে গাড়ির লম্বা লাইন তৈরি হচ্ছে। আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সোবহান বলেন, এ মুহূর্তে ঘাট স্বল্পতার কারণে সব ফেরি চালু রাখা সম্ভব হচ্ছে না। আশা করি শনিবার সন্ধ্যা নাগাদ ৩ নম্বর ঘাটটি চালু হলে ফেরির সংখ্যা বাড়ানো হবে। তিনটি ঘাট বন্ধ ও সব ফেরি চলাচল না করায় উভয় ঘাটে গাড়ি আটকে থাকছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর