রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুই জাহাজের সংঘর্ষ, ফুটো হয়ে তেল কর্ণফুলীতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল নিয়ন্ত্রণে এসেছে। এজন্য চট্টগ্রাম বন্দরের ৬টি জাহাজ একযোগে কাজ করছে। গতকাল বিকাল ৪টা পর্যন্ত নদীতে ছড়িয়ে পড়া তেলের ৮০ শতাংশই আহরণ করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘দুর্ঘটনার পরপরই ছড়িয়ে পড়া তেল আহরণে কাজ শুরু হয়। বর্তমানে ৬টি জাহাজ তেল আহরণে কাজ করছে। এরই মধ্যে ৮০ শতাংশ তেল তুলে নেওয়া হয়েছে। বাকিগুলোও তুলে নেওয়ার কাজ চলছে।’ জানা গেছে, কর্ণফুলী নদীর ৩ নম্বর জেটিতে লাইটার ও অয়েল ট্যাংকারে সংঘর্ষের পরপরই তেল আহরণের কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ। এ কাজে নিয়োজিত করা হয় ‘বে ক্লিনার-১ ও ২’, ‘কান্ডারি ১০ ও ১১’ ও দুটি লেবার বোটকে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী জাহাজ দুটিকে জব্দ ও জাহাজের তিন মাস্টারকে আটক করা হয়। জাহাজ দুটির মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে মাঝনদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ধাক্কা দিলে ফুটো হয়ে যায় অয়েল ট্যাংকার ‘দেশ-১’। এরপর নদীতে ছড়িয়ে পড়তে থাকে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি তেল।

সর্বশেষ খবর