সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আলোকসজ্জায় দীপাবলি উদযাপন

নিজস্ব প্রতিবেদক

আলোকসজ্জায় দীপাবলি উদযাপন

সহস্র প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে দেশব্যাপী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে।

গতকাল দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দীপাবলি উদযাপন করেছেন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। দীপাবলির সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সেজে উঠে আলোকসজ্জায়। মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয় বাহারি আলোয়। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক দীপাবলি। রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল মন্দিরে রাত আটটায় পূজা শুরু হয়। রাত আড়াইটার দিকে শুরু হয় অঞ্জলি দেওয়ার পর্ব। এছাড়া ছিল যজ্ঞসহ নানা আনুষ্ঠানিকতা। এসব আনুষ্ঠানিকতা চলে ভোর প্রায় পাঁচটা পর্যন্ত। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর ভক্তিমূলক গান এবং শ্যামাসংগীত পরিবেশন করা হয়। ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে রাত ১০টায় শ্যামাপূজা শুরু হয়ে ভোর চারটার দিকে শেষ হয়। ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ পুরান ঢাকার অনেক এলাকায় ম পে বেশ ঘটা করে শ্যামাপূজা হয়। রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর