শিরোনাম
সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বোরহানউদ্দিনে তদন্ত শুরু পুলিশের

ঐক্য পরিষদের বিচার বিভাগীয় তদন্ত দাবি

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় পুলিশের তদন্তকাজ শুরু হয়েছে। গতকাল বরিশালের ডিআইজির নেতৃত্বে ৫ সদস্যের ওই তদন্ত টিম আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে। অন্যদিকে প্রশাসনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর শনিবার রাতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ভোলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। গতকাল দুপুর ১টায় পুলিশ সদর দফতর থেকে গঠিত ৫ সদস্যের তদন্ত টিম বোরহানউদ্দিনে এসে পৌঁছে এবং দুপুর ২টায় বোরহানউদ্দিন পৌরসভা মিলনায়তনে বৈঠকে বসেন। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়ে বরিশালের ডিআইজি ও তদন্ত কমিটির প্রধান মো. শফিকুল ইসলাম বলেন, যারা ঘটনা সম্পর্কে জানে কিংবা দেখেছে তাদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। এদিকে এ ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটি শুক্রবার রাতে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। শনিবার রাতে ভোলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের মুখপাত্র এবং পরিষদের যুগ্ম সদস্য সচিব মাওলানা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর