বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১০ নভেম্বর

আগামী ১০ নভেম্বর রবিবার ১২ রবিউল আউয়াল সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা হবে। গতকাল বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে পরিপ্রেক্ষিতে আজ ৩০ অক্টোবর বুধবার রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবিব, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন বা জন্মদিন উপলক্ষে মুসলিম উম্মাহর কাছে আনন্দের দিন। ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১০ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি মো. আনিছুর রহমান।

সর্বশেষ খবর