বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
হলি আর্টিজান মামলা

৬ আসামির লিখিত দুজনের মৌখিক বক্তব্য আদালতে

আদালত প্রতিবেদক

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৬ নভেম্বর  দিন ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশ দেন। এর আগে সাক্ষ্য গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেন। এ মামলায় আট আসামির মধ্যে ছয়জন লিখিতভাবে এবং জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান ওরফে বড় মিজান মৌখিকভাবে আদালতে আত্মপক্ষ সমর্থন করে তাদের বক্তব্য তুলে ধরেন। ?আদালত সূত্র জানায়, যুক্তিতর্কের মাধ্যমেই এ মামলার বিচার কাজ শেষ হবে। পরে আদালত রায় ঘোষণা করবেন। মামলা সূত্রে জানা গেছে, এ মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে মোট ১১৩ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ। এ ছাড়া বিভিন্ন অভিযানে ১৩ জঙ্গি নিহত হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। পরে মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। পরে ঘটনার তদন্ত করে ২০১৮ সালের ২৩ জুলাই আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর। পরে ২৬ নভেম্বর আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

সর্বশেষ খবর