শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

র‌্যাব পরিচয়ে ডাকাতি

পৃথক অভিযানে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে র‌্যাব পরিচয়দানকারী ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বুধবার খিলক্ষেতের তালেরটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি খেলনা পিস্তল, ৬টি র‌্যাব লেখা জ্যাকেট, ১টি ছুরি, ১টি বেতার যন্ত্র, ১টি হ্যান্ডকাফ, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- হারুন-অর রশীদ, আলম খান ও আবদুর রহমান মেহেদী। আরেকটি অভিযানে অস্ত্রসহ নাদিম মাহমুদ, সুবেদ রানা, মিরন ও জামাল হোসেন নামে আরও ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ২০০ ইয়াবা ট্যাবলেট ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। 

গতকাল বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন। অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে আসা টাকা বহনকারী কিংবা টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করে। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হলে তার পিছু নেয় চক্রের সদস্যরা এবং অন্য সদস্যদের যারা গাড়ি নিয়ে অন্য কোথাও অবস্থান করছে তাদেরও টার্গেটে থাকা ব্যক্তির গতিবিধি জানায়। ওই ব্যক্তি কোনো নির্জন স্থানে অথবা গাড়িতে উঠলে তাকে আটকিয়ে র‌্যাব পরিচয় দিয়ে মাইক্রোতে উঠিয়ে অবৈধ অস্ত্র এবং মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এরপর নির্জন কোথাও ফেলে দিয়ে চলে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় দুটি মামলা হয়েছে। এ ছাড়াও গ্রেফতার হওয়া হারুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। যার মধ্যে ২টি ডাকাতি ও ২টি অস্ত্র মামলা এবং আলম খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর