শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
সোনালী ব্যাংকের প্রতারণা মামলা

নরসিংদীর সুইডেন আতাউর কারাগারে

নরসিংদী প্রতিনিধি

রাষ্ট্রীয় সোনালী ব্যাংকের দায়ের করা স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণা মামলায় নরসিংদীর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শত কোটি টাকার ‘মোল্লা স্পিনিং মিল’ অবৈধ দখলের মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে সোপর্দ করা হয়। এ সময় মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক আগামী রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার মালিবাগ থেকে সুইডেন আতাউরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আতাউর রহমান নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। তিনি পুলিশের কাছে নিজেকে আওয়ামী লীগের সভাপতি দাবি করেছেন। এদিকে সুইডেন আতাউরকে গ্রেফতারের পর একের পর এক বেরিয়ে আসছে জোরপূর্বক জমি দখল ও নির্যাতনের নানা খবর। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ অনুযায়ী, ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে সুইডেন নরসিংদীতে শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের জমি দখল ও প্রতারণায় মেতে ওঠেন। অল্প সময়ের মধ্যেই তিনি শহরের পশ্চিম কান্দাপাড়ায় ছয় তলাবিশিষ্ট ‘সুইডেন ভিলা’ ও নরসিংদী বাজারের গেঞ্জিপট্টি মোড়ে অন্যের জমি দখল করে পাঁচ তলাবিশিষ্ট ‘সুইডেন প্লাজা’ গড়ে তোলেন। এখানেই ক্ষান্ত হননি। প্রভাব খাতিয়ে শত কোটি টাকা মূল্যের শহরের চৌয়ালা এলাকার মোল্লা স্পিনিং মিল সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে দখল করে নিয়েছেন। পরে ‘সুইডেন বাংলা টেক্সটাইল’ নামকরণ করে তা পরিচালনা করছেন। মিলটিকে সুরক্ষিত রাখতে তিনি ১০ লাখ টাকা মাসহারায় প্রভাবশালী মহলের সহযোগিতায় একটি ‘গেরিলা বাহিনী’ও তৈরি করেন; যার নেতৃত্বে ছিলেন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত পেশাদার কিলার শফিক। এ বাহিনী দিয়ে তিনি একাধিক মানুষকে হামলা ও নির্যাতনের শিকার করেছেন।

সর্বশেষ খবর