শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দিল্লির দূষণে জরুরি অবস্থা জারি

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের সুপ্রিম কোর্ট সে দেশের রাজধানী নগরী দিল্লিতে গতকাল শুক্রবার ‘জনস্বাস্থ্যের জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। বায়ু দূষণের স্তর বৃহস্পতিবার রাতে সহনীয় মাত্রার সীমা (৫০০ একিউআই) ছাড়িয়ে যাওয়ায় এই ব্যবস্থা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, নগরী গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। তার অভিযোগ, দিল্লি রাজ্যের দুই পড়শি পাঞ্জাব ও হারিয়ানায় ফসলের গোড়া পোড়ানোর ধোঁয়া এদিকে উড়ে এসে অবস্থা সঙ্গিন করে তুলেছে।

দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, জনস্বাস্থ্য জরুরি অবস্থায় ৫ নভেম্বর পর্যন্ত দিল্লি ও সংলগ্ন এলাকায় সব রকম নির্মাণ কাজ বন্ধ থাকবে। দিল্লির সব স্কুল বন্ধ থাকবে মঙ্গলবার পর্যন্ত। শীতকালে নিষিদ্ধ থাকবে বাজি পোড়ানো। তবে বাংলাদেশের সঙ্গে টি-২০ ক্রিকেট ম্যাচ নির্ধারিত সূচি অনুসারেই চলবে।

একিউআই এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বাতাসের গুণমান সূচক ৫০ পর্যন্ত স্বাস্থ্যের অনুকূল। দীপাবলি উৎসবের সময় দিল্লির একিউআই দাঁড়ায় ৩০৬। শুক্রবার তা উঠেছে ৫৩৩-এ।

সর্বশেষ খবর