শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সেই শিকল বাঁধা শিশু সেইফহোমে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সেই শিকল বাঁধা শিশু সেইফহোমে

নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে জেলা কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাটে শিকলে বেঁধে রাখা শিশু ও তার মাকে উদ্ধার করেছে পুলিশ। এরপর তাদের পাঠানো হয়েছে গাজীপুরের নিরাপত্তা আশ্রয়  কেন্দ্রে (সেইফহোম)। বৃহস্পতিবার রাতেই টার্মিনালের  জেটি থেকে শিশুকে উদ্ধার করা হয়। পরে গাজীপুরের সেইফহোমে রাখার আবেদন জানিয়ে বিকালে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে দেখা যায়, একটি শিশুকে তার মা শেকল দিয়ে  বেঁধে রেখে কাজে চলে গেছেন। সেখানকার অস্থায়ী কয়েক দোকানি জানান, মূলত শিশুটি যেন হারিয়ে বা  কোথাও না যায় সে জন্য তার মা এ কাজ করেন। এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশ ও প্রচার হয়। এরপর বৃহস্পতিবার রাতেই এসপি হারুনের নির্দেশে তাদের উদ্ধার করে পুলিশ।

শিশুটির মা শ্রীদেবী জানান, পেট চালানোর জন্য এখানে-সেখানে যেতে হয় তাকে। সঙ্গে নিয়ে গেলে রোজগার হয় না। এ জন্য কাজে যাওয়ার সময় সন্তানকে শেকল দিয়ে বেঁধে রাখেন তিনি। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, এমন ছবি দেখে খুবই কষ্ট লেগেছে। সদর থানার ওসিকে নির্দেশ দেই যেভাবে হোক শিশুটিকে উদ্ধার করে সুব্যবস্থা নিতে।

সর্বশেষ খবর