শিরোনাম
রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তৃণমূলের সম্মেলন নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ

তৃণমূলের সম্মেলন নিয়ে ব্যস্ত আওয়ামী লীগ

তৃণমূলের সম্মেলন ঘিরে ব্যস্ত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। দীর্ঘদিন থেকে নেতৃত্বহীন অবস্থায় থাকা উপজেলা ও মহানগরের ওয়ার্ডগুলোর সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন নেতারা। এই সম্মেলন ঘিরে সিলেট  আওয়ামী লীগে একদিকে যেমন বেড়েছে ব্যস্ততা, অন্যদিকে পদপ্রত্যাশীরাও ঝিম ধরা ভাব কাটিয়ে জেগে উঠেছেন। ফলে দলের মধ্যে এখন বিরাজ করছে চাঙ্গা ভাব। গতকাল আওয়ামী লীগের সম্পাদকম লীর সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর সিলেট মহানগর ও ৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সময় আছে এক মাস। ইতিমধ্যে মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৭টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে।  এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ৩০ নভেম্বর মহানগর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা সবকটি ওয়ার্ড কমিটি গঠনও সম্পন্ন করেছি। এখন আমরা মহানগর সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ মহানগরের সম্মেলনের পাঁচ দিন পর ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন। তবে জেলার আওতাধীন ১৩টি উপজেলার মধ্যে ৭টি চলছে অন্তত এক দশক আগের কমিটি দিয়ে। আর বাকি ৬টিতে রয়েছে আংশিক কমিটি। সম্মেলনের মাধ্যমে এক দশক আগের ৭টি উপজেলায় নতুন এবং বাকি ৬ উপজেলার আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার কাজ শুরু করেছে জেলা আওয়ামী লীগ। ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখও ঘোষণা করা হয়েছে। ৫ নভেম্বর কোম্পানীগঞ্জ, ৭ নভেম্বর বিয়ানীবাজার, ৯ নভেম্বর দক্ষিণ সুরমা, ১০ নভেম্বর কানাইঘাট ও ১৪ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মেলন হওয়ার কথা। উপজেলার সম্মেলনের জন্য এখন চলছে ইউনিয়ন শাখার সম্মেলনের কাজ। সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জেলা সম্মেলনের জন্য জোরেশোরে প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্রায় সবকটি ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীরাও উচ্ছ্বসিত।

সর্বশেষ খবর