রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিন সিটি ভোট নিয়ে প্রস্তুতি

আজ আবারও বৈঠকে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট নিয়ে আজ আবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবারের বৈঠকে তিন সিটি নির্বাচনের বিষয়টি এজেন্ডায় থাকলেও কোনো আলোচনা হয়নি। তাই আজ বৈঠকে এই তিন সিটি নির্বাচন নিয়ে আলোচনা করা হবে। নির্বাচন ভবনে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিসেম্বর, জানুয়ারি না মার্চ-এপ্রিলে ভোট হবে তা সরকারের ওপর নির্ভর করছে। সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এর আগে সিটি নির্বাচন অনুষ্ঠানে দুই ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছিল কমিশন। প্রথমত- ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারিতে শুধু ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠান করা। দ্বিতীয়ত-আগামী বছরের মার্চ-এপ্রিলে একই দিনে ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটিতে ভোট অনুষ্ঠান করার। ইসির কর্মকর্তারা বলেছেন, আগামী ১৪ নভেম্বর ঢাকা উত্তর, ১৮ নভেম্বর ঢাকা দক্ষিণ এবং আগামী বছরের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে। এই তিন সিটির নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। জানা গেছে, ওই বৈঠকে সচিবালয়ের পক্ষ থেকে দুটি প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। হয় আগামী জানুয়ারিতে ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠান অথবা মার্চে তিন সিটিতে একই দিনে ভোট গ্রহণ। সর্বশেষ ২০১৫ সালের ২৮ এপ্রিল একই দিনে এই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সর্বশেষ খবর