মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
নারায়ণগঞ্জে ভবনধস

দিনভর অভিযান খোঁজ মেলেনি স্কুল ছাত্র ওয়াজেদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দিনভর অভিযান খোঁজ মেলেনি স্কুল ছাত্র ওয়াজেদের

নারায়ণগঞ্জে ভবনধসে নিখোঁজ স্কুলছাত্র ওয়াজেদের (১২) সন্ধান ২৪ ঘণ্টায়ও মেলেনি। রবিবার নগরের বাবুরাইল শেষ মাথায় কেউট্টার বাড়ী (বড়বাড়ী) এলাকায় এইচ এম ম্যানশন ধসে পড়লে নিখোঁজ হয় ওয়াজেদ। ওই ঘটনায় তার খালাতো ভাই শোয়েব নিহত হয়। ওয়াজেদের সন্ধানে গতকাল দিনভর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের অভিযান অব্যাহত ছিল। উদ্ধারকারী দলের ধারণা, ওয়াজেদ বেঁচে নেই। এখন তার লাশ উদ্ধারের অপেক্ষা মাত্র। নিখোঁজ ওয়াজেদ ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। এদিকে এ ঘটনা খতিয়ে দেখতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেহেনা আক্তারকে প্রধান করে সাত সদস্যের তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। কমিটিকে ৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত শোয়েবের পরিবারকে ২০ হাজার এবং আহত চারজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার বলেন, কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রাজউকের প্রতিনিধি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী রয়েছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, গতকালও নিখোঁজ ওয়াজেদের জন্য তাদের অভিযান অব্যাহত ছিল। ধসে পড়া ভবনটির দেয়ালে বড় বড় গর্ত করে তারা ওয়াজেদের খোঁজ করেছেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পাশের খালেও তাকে উদ্ধারের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। এদিকে সরেজমিন গিয়ে দেখা গেছে, ধসে পড়া ভবনটির আগে একটি এবং পরে আরও দুটি ভবন একইভাবে খালের একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে।

তিনটি ভবনই ঝুঁকিপূর্ণ। ধসে পড়া ভবনের পেছনের একটি ভবনকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে এরই মধ্যে প্রশাসনের নির্দেশে খালি করা হয়েছে। উল্লেখ্য, রবিবার বিকালে নগরের বাবুরাইল শেষ মাথায় এইচ এম ম্যানশন নামে চারতলা একটি ভবন এক পাশে ধসে পড়ে।

সর্বশেষ খবর