মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
পুলিশের বিরুদ্ধে চোখ তোলার অভিযোগ

খুলনায় সেই অন্ধ যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পুলিশের বিরুদ্ধে চোখ উৎপাটনের অভিযোগকারী সেই শাহজালালকে ছিনতাই মামলায় দুই বছরের কারাদন্ড  ও ৫ হাজার টাকা  জরিমানা করেছে আদালত। গতকাল মহানগর হাকিমের আদালত-১ এর বিচারক আমীরুল ইসলাম এই রায় প্রদান করেন। ভুক্তভোগী ও সাজাপ্রাপ্ত শাহজালাল এ সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলায় বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১৭ সালের ১৮ জুলাই খুলনার খালিশপুরে পুলিশের বিরুদ্ধে শাহজালাল নামের ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ ওঠে। এ বিষয়ে পুলিশের দাবি, ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে শাহজালাল। এরপর গণপিটুনিতে চোখ হারায় সে। ওই ঘটনায় ছিনতাইয়ের অভিযোগে শাহজালালের বিরুদ্ধে মামলা করেন সুমা আক্তার নামের এক নারী। এই মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে বাদীসহ ১১ জন সাক্ষ্য প্রদান করেন। শুনানি শেষে বিচারক ছিনতাই মামলায় শাহজালালকে কারাদ  ও জরিমানা প্রদান করেন। শাহজালালের বাবা জাকির হোসেন বলেন, যেখানে পুলিশের বিরুদ্ধে আমার ছেলের চোখ উপড়ানোর অভিযোগ রয়েছে। সেখানে মিথ্যা ছিনতাই মামলায় আমার ছেলেকেই সাজা দেওয়া হয়েছে। পুলিশ এই মামলায় প্রভাব বিস্তার করেছে। আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। অপরদিকে পুলিশের বিরুদ্ধে চোখ উৎপাটনের মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

সর্বশেষ খবর