বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএনপির প্রতিপক্ষ বিএনপি

অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে মাঠে রয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। ২০১৪ সালের ২৭ এপ্রিল কেন্দ্রের হস্তক্ষেপে গঠিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর প্রতিপক্ষ হিসেবে পরিচিত অহিদুল ইসলাম বিশ্বাস আহ্বায়ক মনোনীত হন। অন্যতম যুগ্ম আহ্বায়ক করা হয় দুদুর ভাই ওয়াহেদুজ্জামান বুলাকে। এতে চার ভাগে বিভক্ত বিএনপিকে একত্রিত করার চেষ্টা করা হলেও দুটি গ্রুপের মধ্যে বিভেদ থেকেই যায়। ২০১৪ সালের শুরুতে বিএনপির ৫ জানুয়ারির আন্দোলন চলাকালে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও ধরপাকড় শুরু হয়। এতে বিএনপির শতাধিত নেতা-কর্মী আটক হন। একপর্যায়ে ২৪ জানুয়ারি আটক হন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। অনেকটাই থেমে যায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আন্দোলন-সংগ্রাম। অবশ্য এর আগেই দলের অনেক নেতা-কর্মী জেল-জুলুমের ভয়ে আত্মগোপন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি নেতা-কর্মীরা আশার আলো দেখতে শুরু করলেও মনোনয়ন নিয়ে পূর্ব গ্রুপিং প্রকাশ্যে চলে আসে। মাঠ গোছানোর পরিবর্তে বিএনপি নেতারা এ সময় মনোনয়ন যুদ্ধের দিকেই বেশি মনোযোগী হয়ে পড়েন। কেন্দ্রীয় নেতারাও একাধিক নেতাকে মনোনয়ন দিতে বাধ্য হন। জেলার দুটি আসনেই পরাজিত হয় বিএনপি। এ অবস্থায় নির্বাচনে পরাজিত জেলা বিএনপিকে চাঙ্গা করতে দীর্ঘদিনের পুরনো আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। গঠন করা হয় নতুন আহ্বায়ক কমিটি। এতে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক করা হয়। তারপর থেকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কর্মকা  খুব একটা চোখে পড়েনি। তবে সম্প্রতি দলের দু-একটি কর্মসূচিতে মতপার্থক্যে থাকা জেলা বিএনপির কয়েক নেতা এক মঞ্চে বসতে শুরু করেছেন।

সর্বশেষ খবর