বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রাইব্যুনাল গঠনের ধারা বাতিল করে সংশোধন হচ্ছে মাদক আইন

আনিস রহমান

মাদক আইন পাস হওয়ার এক বছরের মাথায় আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন মন্ত্রণালয় চাচ্ছে বিদ্যমান আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ধারাটি বাতিল করতে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর বিরোধিতা করছে। এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ত্রিপক্ষীয় এসব বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ধারাটি বাতিলের পক্ষে নানা যুক্তি তুলে ধরেছেন। অন্যদিকে স্বরাষ্ট্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা বরাবরই তার বিরোধিতা করে আসছেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল গঠনের ধারাটি আইন থেকে বাতিল হচ্ছেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৯০ সালে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন গত বছরের ২৭ ডিসেম্বর সংশোধন করা হয়। আইনটির ৪৪ (১) ধারায় বলা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এ আইনে দায়ের হওয়া প্রায় এক লাখ মামলা নিষ্পত্তি করা হবে। কিন্তু দীর্ঘ এক বছরেও ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় মামলাগুলোর নিষ্পাত্তি হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, আইনটি পাসের সাড়ে তিন মাসের মাথায় গত ৩ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে ট্রাইব্যুনাল গঠনের ধারাটি সংশোধনের প্রস্তাব পাঠানো হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও মাদকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে। বলা হয়েছিল, এ ধারাটির কারণে আইনের প্রয়োগে সমস্যা দেখা দিতে পারে। এটি সংশোধন করা দরকার। যুক্তি হিসেবে মন্ত্রণালয় জানায়, সারা দেশে বিচারাধীন মামলার পরিসংখ্যান অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিচারাধীন মামলার সংখ্যা বেশি। কিন্তু আইনে তাদের এসব মামলা পরিচালনার ক্ষমতা দেওয়া হয়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া প্রায় এক লাখ মামলার কার্যক্রম আটকে আছে এক বছর ধরে। নতুন আইন পাস হওয়ার পর সরকার আইন অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করেনি। কাজ চালাচ্ছিল পুরনো আইনে। এ বিষয়টি আদালতের নজরে এলে আটকে যায় মামলার কার্যক্রম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪৪ ধারায় বলা হয়েছে, আইনের উদ্দেশ্য পূরণে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপন করতে পারবে। অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কর্মকর্তারা ট্রাইব্যুনালের বিচারক হবেন। আর ট্রাইব্যুনাল স্থাপিত না হওয়া পর্যন্ত সরকার প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট জেলার যে কোনো অতিরিক্ত জেলা জজ বা দায়রা জজকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত ট্রাইব্যুনালের দায়িত্ব দিতে পারবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ধারাটি বাতিলের সম্মতি জানিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর