শিরোনাম
বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেনন-বাদশার হাতেই ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

আগামী পাঁচ বছরের জন্য আবারও রাশেদ খান মেনন এমপি সভাপতি ও ফজলে হোসেন বাদশা এমপিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যের পলিটব্যুরো ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে ৯১ সদস্যবিশিষ্ট। শেখ সাইদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কন্ট্রোল কমিশন ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে পার্টির চার দিনব্যাপী দশম কংগ্রেস। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কংগ্রেস শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে পুনরায় নির্বাচিত ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মূল বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বাদশা বলেন, কংগ্রেসে ২০২১ সালে ‘মহান স্বাধীনতা যুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন’ এবং ২০২০ সালে মুক্তিযুদ্ধের নায়ক মহান জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি নিজস্ব শক্তির ওপর জোর দেওয়া হয়েছে। আমাদের নির্বাচনী মার্কা ‘হাতুড়ি’ নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত হয়। কংগ্রেসে জোট সম্পর্কে বলা হয়, ১৪ দল কেবল কেন্দ্রে কার্যকর থাকলেও তৃণমূলে কার্যকর নেই। কংগ্রেসে ১৪ দলকে তৃণমূলে কার্যকর করার কথা বলা হয়। পাশাপাশি দুর্নীতি, বৈষম্য, মাদক, সন্ত্রাসবিরোধী লড়াইসহ কংগ্রেসে গৃহীত প্রস্তাবসমূহের ভিত্তিতে নিজস্ব শক্তি বিকাশের আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়। শেষ দিন পার্টির নেতৃত্ব আগামী কেন্দ্রীয় কমিটির প্রস্তাব পাস হয়। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়- ওয়ার্কার্স পার্টির ১৫ সদস্যবিশিষ্ট পলিটব্যুরোতে মেনন, বাদশা ছাড়াও আছেন- দলটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত কুমার দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান, হাজেরা সুলতানা, আমিনুল ইসলাম গোলাপ, অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, জ্যোতি শংকর ঝন্টু, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হক্কানী, আলী আহমেদ এনামুল হক এমরান ও নজরুল হক নিলু।

সর্বশেষ খবর