বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফাঁসির ১২ আসামি কুমিল্লা জেলে

ফেনী প্রতিনিধি

ফাঁসির ১২ আসামি কুমিল্লা জেলে

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১২ আসামিকে গতকাল ফেনী জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ফেনী কারাগারে পৃথক কনডেম সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় তাদের কুমিল্লায় পাঠানো হয়েছে। আজ দুই আসামি কামরুন নাহার মণি ও উম্মে সুলতানা পপিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ ছাড়া মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর দুই আসামি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ও রুহুল আমিনের অন্য মামলায় হাজিরা থাকায় তাদের ফেনী কারাগারে রাখা হয়েছে। গত ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদন্ডাদেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। চলতি বছরের ২৭ মার্চ ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা। একই দিন নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ করলে পুলিশ সিরাজ-উদ-দৌলাকে আটক করে। পরবর্তীতে ৬ এপ্রিল নুসরাতের আলেম পরীক্ষা চলাকালীন সময় কৌশলে নুসরাতকে মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে যায় তার সহপাঠী উম্মে সুলতানা পপি। ওখানে অপেক্ষায় ছিল বোরকা পরা চারজন। তারা নুসরাতকে অধ্যক্ষের বিরুদ্ধে মামলাটি তুলে নেওয়ার চাপ দেয়। নুসরাত রাজি না হওয়ায় তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে তার শরীরের ৯৫ ভাগ পুড়ে যাওয়ায় নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।

সর্বশেষ খবর