শিরোনাম
বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে যুবলীগের দুই গ্রুপে মারামারি আহত ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় চট্টগ্রাম মহানগর যুবলীগের দুই গ্রুপের মারামারিতে আলোচনা সভা পন্ড হয়ে গেছে। এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। লালদীঘি মাঠে  আয়োজিত আলোচনা সভায় গতকাল বিকাল ৪টার দিকে এ মারামারির ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মোবারক আলীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অতিথি করা হলেও তিনি যাননি। চট্টগ্রাম মহানগর যুবলীগের একাংশের নেতারা বলছেন, পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল ইন্ধন দিয়ে নেতা-কর্মীদের মধ্যে সংঘাত তৈরি করে এ সভা প  করেছে। চট্টগ্রাম নগর যুবলীগের বড় অংশ নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী। এ কারণে মহিউদ্দিন চৌধুরীর বিরোধী অংশ হিসেবে পরিচিতরা সভা পন্ড করতে ইন্ধন দিয়েছে বলে তাদের অভিযোগ। চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ নাসির বলেন, এটা আমাদের কাছে পূর্ব পরিকল্পিত ঘটনা মনে হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মারামারিতে অন্তত ১২ জন হালকা আহত হয়েছেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর