বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
‘সুখী নেপাল, সমৃদ্ধ নেপাল’

সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

প্রতিদিন ডেস্ক

‘সুখী নেপাল, সমৃদ্ধ নেপাল’ কর্মসূচি বাস্তবায়নে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিডিনিউজ।

গতকাল কাঠমান্ডুতে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির কো-চেয়ারম্যান পুষ্প কমল দহল (প্রচ-) আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতের সময় রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে সম্পর্ককে চমৎকার উল্লেখ করে গণতন্ত্রের পথে দেশটির অভিযাত্রার জন্য অভিনন্দন জানান।’ ‘সুখী নেপাল, সমৃদ্ধ নেপাল’ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে আবদুল হামিদ বলেন, বাংলাদেশও ভিশন-২০২১ এবং ২০৪১ গ্রহণ করেছে। এ ব্যাপারে দুই দেশই পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে লাভবান হতে পারে। কাঠমান্ডুর ফেয়ারফিল্ড ম্যারিয়ট হোটেলে প্রচ- সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও নেপাল সবসময় বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে একই মনোভাব পোষণ করে এবং একে অপরকে সমর্থন করে। তিনি আশা করেন, ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে। প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় প্রচ- বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার। এই দ্বিপক্ষীয় সম্পর্ক বহুপাক্ষিক পর্যায়ে উন্নীত করার যথেষ্ট সুযোগ রয়েছে, বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে এ সম্পর্ক কয়েকগুণ বাড়ানো যেতে পারে। এ সময় প্রচ- সড়ক, রেল, আকাশপথে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

সর্বশেষ খবর